জেনে-বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর
কারো কথায় প্ররোচিত না হয়ে জেনে বুঝে যথাযথভাবে খোঁজ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করতে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রজতজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বর্তমান সরকার ভবিষ্যৎ পুঁজিবাজার উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আরো বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শিল্পোন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। এ সময় শেখ হাসিনা বলেন, ‘বিশ্বে বাংলাদেশের পুঁজিবাজার দ্রুত বিকাশমান ও সম্ভাবনাময় বলে বিবেচিত হচ্ছে। এজন্য আমি নিয়ন্ত্রণ সংস্থা স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে সুশাসন নিশ্চিত করার লক্ষে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শেয়ারবাজারের লেনদেন ও কারচুপি শনাক্তকরণে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আপনি যে বিনিয়োগ করতে যাচ্ছেন তার ভবিষ্যৎ কি সে বিষয়ে যথেষ্ট সজাগ থাকবেন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ করে কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। আর খুব বেশি যেন লোভে না পড়ে যান। একটা সীমানা রেখেই পা ফেলতে হবে। তাহলেই কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিশেষ ভাবে অনুরোধ করবো কারও কথায় প্ররোচিত হবেন না। নিজে জেনে বুঝে তারপরে পদক্ষেপ নেবেন।’